পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি

পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি





প্রিয় বন্ধু রাজু

            পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা । আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস।

তুই জানতে চেয়েছিস পুজো ছুটি আমার কেমন কাটলো পুজোর ছুটি দেখতে দেখতে কেটে গেল  । পূজা মন্ডপ মন্ডপ গুলি সুন্দর সাজে সেজেছিল। চারিদিকে নতুন নতুন আলোকসজ্জা পূজা মন্ডপগুলি সজ্জিত ছিল। চোখ ফেরাতে মন হয় চাইছিল না । মাইকের গান আর লোকজনের ভিড়ে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছিলাম ।  দিদিকে সঙ্গে করে নিয়ে দুই দিন রাত্রে (অষ্টমী এবং নবমী)  নবদ্বীপ গিয়েছিলাম ঠাকুর দেখতে । সেখানে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম । আলোকসজ্জা দেখলাম । তুই সঙ্গে থাকলে আরো ভালো লাগতো। বৃষ্টি না হলে খুব আনন্দ হতো।  তবে খাওয়া-দাওয়া খুব ভালো হয়েছে । চাওমিন মোগলাই চিকেন পকোড়া গরম গরম পাপড় এগুলি বেশি পরিমাণ খাওয়া হয়েছে।

বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।

 

  ইতি

                     শান   

Comments

Popular posts from this blog

WBBSE CLASS 9 1ST CHAPTER (জীবন ও তার বৈচিত্র)

অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায় পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Physical Excercise