সপ্তম শ্রেণী
আলো
সাজেশন
১. বিস্তৃত আলোক উৎস কাকে বলে উদাহরণ দাও।
উত্তর: বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎস কে বিস্তৃত আলোক উৎস বলে। যেমন: টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি।
২. স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও
উত্তর: যে বস্তু বা মাধ্যমের মধ্য দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে, স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। যেমন: বায়ু, স্বচ্ছ কাঁচ ইত্যাদি।
৩. অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যেসব বস্তুর মধ্য দিয়ে আলোর একেবারেই চলাচল করতে পারে না, তাদের অস্বচ্ছ বস্তুর বা অস্বচ্ছ মাধ্যম বলে। যেমন: কাঠ দেওয়াল লোহা ইত্যাদি।
৪. ঈসৎ স্বচ্ছ বস্তু বা ঈসৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারেনা, সেই সমস্ত বস্তু বা মাধ্যমকে ঈসৎ স্বচ্ছ বস্তু বা ঈসৎ স্বচ্ছ মাধ্যম বলে।
৫. প্রচ্ছায়া কাকে বলে?
উত্তর: আলোক উৎসের সামনে কোন অস্বচ্ছ বস্তুর রাখলে পর্দায় যে গারো অন্ধকার সৃষ্টি হয়, ছায়া বা প্রচ্ছায়া বলে।
৬. উপচ্ছায়া কাকে বলে?
উত্তর: প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে।
৭. আলোর ধর্ম লেখ।
উত্তর: আলো সরল রেখায় চলাচল করে।
৮. সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর _____ গঠিত হয়।
উত্তর: প্রতিকৃতি।
৯. আপতন কোণ ও প্রতিফলন কোণের সম্পর্ক কি?
উত্তর: আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান।
১০. আপতন কোণ ও প্রতিফলন কোণ ________।
উত্তর: পরস্পর সমান।
১১. আয়নায় গঠিত প্রতিবিম্ব ______।
উত্তর: সমশীর্ষ।
১২. প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি?
উত্তর: প্রতিবিম্ব দুই প্রকার । যথা: সদ বিম্ব ও অসদ বিম্ব ।
১৩. বর্ণালী কয় প্রকার ও কি কি?
উত্তর: বর্ণালী দুই প্রকার যথা বিশুদ্ধ বর্ণালী ও অবিশুদ্ধ বর্ণালী।
১৪. একটি ও বিশুদ্ধ বর্ণালীর উদাহরণ দাও।
উত্তর: রংধনু।
১৫. একটি প্রাকৃতিক বিচ্ছুরণ এর উদাহরণ দাও।
উত্তর: আকাশের রংধনু
১৬. অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখ
১.অতিবেগুনি রশ্মি চামড়া এসে পড়লে চামড়ায় ক্যান্সার হতে পারে।
২.অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় চোখের মধ্যে আলোক সংবেদী স্তরটি থাকে তারও ক্ষতি হয়।
৩.অতিবেগুনি রশ্মি জীবন্ত কোষ এর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক।
১৭. বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনী রশ্মিকে আসতে বাধা দেয়?
উত্তর: ওজোন স্তর।
১৮.______ বেশি থাকলে চামড়া বাদামী বা কালো হয়ে যায়।
উত্তর: মেলানিন।
১৯. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন শক্তি কোন শক্তিতে পরিণত করে?
উত্তর: আলোকশক্তি কে খাদ্য শক্তিতে (খাদ্য মধ্যস্থ শক্তি হল স্থিতিশক্তি) পরিণত করে ।
২০. গরম কালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখ।
উত্তর: রজনীগন্ধা,গন্ধরাজ,শিমুল, পলাশ,কৃষ্ণচূড়া ইত্যাদি।
২১. শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখ।
উত্তর: চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, জারবেরা ইত্যাদি।
২২. দুটি এমন গাছের নাম লেখ যাদের ফুল ফোটার জন্য 12 ঘণ্টার বেশি আলোর প্রয়োজন হয়।
উত্তর: পালং , হায়োসায়ামাস ইত্যাদি।
২৩. দুটি এমন গাছের নাম লেখ যাদের ফুল ফোটার জন্য 12 ঘণ্টার কম আলোর প্রয়োজন হয়।
উত্তর: আলু , তামাক ইত্যাদি।
২৪. শীতঘুম দেখা যায় এমন তিনটি প্রাণীর নাম লেখ।
উত্তর: ব্যাং, ছুঁচ,ভাল্লুক ইত্যাদি।
২৫. ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হয়?
উত্তর: সকাল ও বিকেল বেলায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়।
Comments
Post a Comment