Class 5 Model Activity Task 2022 ( স্বাস্থ্য ও শরীর শিক্ষা )

 পঞ্চম শ্রেণি

            স্বাস্থ্য ও শারীরশিক্ষা

 পূর্ণমান : ২০



 

অনুকরণ জাতীয় খেলা — কৃষিকাজ


১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে :  ১x১৫ = ১৫

(ক) ভাত বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে – খাটে জানি দিন রাত।

(খ) শুকনাে যে আছে মাঠ চাষিরা তাে নেমে পড়ে, লাঙলের ব্যবহারে মাটি উর্বর করে।

(গ) সারাদিন কত কাজ নেই তার চোখে ঘুম, এই বুঝি শুরু হয় বর্ষার মরশুম।

(ঘ) ওইতাে বৃষ্টি নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনও থাকবে চুপ

(ঙ) বীজ বােনা হল শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ ছড়ানাের কাজ সারা হল মাঠ জুড়ে।

(চ) বর্ষার বৃষ্টিতে মাটিখানা গেল ভিজে জমি হল উর্বর চাষি ভাই করে কী যে!

(ছ) মাটির গর্ভে হবে ধান রােপণের কাজ, বড়াে ব্যস্ততা তার নাওয়া খাওয়া নেই আজ।

(জ) ঝলমলে সােনা রােদে আকাশটা ঝলমল, সােনালি ধানের খেত আজ বড়াে চঞ্চল।

(ঝ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া পাড়া।

(ঞ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া l

(ট) চাষিরা যে কত খুশি খুশিতে ভরেছে মন, দু মুঠো জুটবে ভাত ভাবছে সারাক্ষণ l

(ঠ) লােকজন ছুটে গেল উঠোনের কোণে আজ, শুরু হল ওই দ্যাখাে ধান, ঝাড়াইয়ের কাজ।

(ড) ধান ঝেড়ে ফেলা হল রাশি রাশি সােনা ধান, বাইরে রাখলে সব হয়ে যাবে ম্রিয়মাণ।

(ঢ) তাই সব ধান আজ মড়াইয়েতে পেল স্থান, কৃষকের ঘরে আজ ফিরে এল সম্মান।

(ণ) এত যে পরিশ্রম ধন্য যে হল আজ, টেকিতেই শুরু ওই ধান ভাঙানাের কাজ।

Comments

Popular posts from this blog

WBBSE CLASS 9 1ST CHAPTER (জীবন ও তার বৈচিত্র)

অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায় পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Physical Excercise