Class 3 Model Activity Task 2022 (Part-1 Poribesh)
১.১ ) তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হল –
উঃ – খ ) জিভ ।
১.২ ) ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় –
উঃ – খ ) পায়ের ।
১.৩ ) পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পরে না –
উঃ -গ ) নখ ।
২ ) শূন্যস্থান পূরণ করো ।
২.১ ) মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ______ উপস্থিতি ।
উঃ – বুদ্ধির ।
২.২) লোহিত কণিকা কমে গেলে _______ হয় ।
উঃ – রক্তাল্পতা ।
২.৩ ) শিং আছে এমন একটি প্রাণী হল _________ ।
উঃ – গোরু ।
৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও ।
৩.১ ) স্কিপিং এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় ?
উঃ – স্কিপিং করার সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয় যেমন – আঙুল, কব্জি, কনুই, কাঁধ, কোমর এছাড়া পায়ের কাজও হয় ।
৩.২ ) কি কারণে কানে শোনার অসুবিধে হয় ?
উঃ – কানে ময়লা জমলে শোনার অসুবিধে হয় ।
৩.৩ ) ব্যায়াম কেন উপকারী ?
উঃ – ব্যায়াম আমাদের শরীরে খুব উপকারী । কারণ –
নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ ঠিকঠাক থাকে ।
নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে ।
নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক থাকে ।
নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের হাড়ের জয়েন্ট গুলি সচল থাকে ।
৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ।
৪.১ ) দাঁত মাজার নিয়ম কি?
উঃ – দাঁত মাজার নিয়ম হলো – নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানতে হয় । আর উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ টানতে হয় ।
Comments
Post a Comment