পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 Part-1 (বাংলা)

পঞ্চম শ্রেণি
বাংলা (প্রথম ভাষা)
পূর্ণমান : ১৫




১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩

১.১ ‘গল্পবুড়াে’ কবিতায় গল্পবুড়াে এসেছেন – 

(ক) শরৎকালে।

(খ) শীতকালে 

(গ) বর্ষাকালে

(ঘ) গ্রীষ্মকালে 

উত্তর : (খ) শীতকালে 

১.২ ‘দেখবি যদি জলদি আয়।” ‘জলদি শব্দের অর্থ – 

(ক) ভােরবেলায়

(খ) তাড়াতাড়ি 

(গ) ছুটে

(ঘ) ঘুম থেকে উঠে 

উত্তর : (খ) তাড়াতাড়ি 

১.৩ প্রখর প্রত্যুষে। প্রখর’ শব্দের অর্থ – 

(ক) কনকনে

(খ) অসহ্য 

(গ) তীব্র

(ঘ) আরামদায়ক 

উত্তর : (গ) তীব্র
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ গল্পবুডাের তল্পিটি কোথায় রয়েছে ? 

উত্তর : গল্পবুড়াের তল্পিটি কাঁধে রসেছে।

২.২ গল্পবুড়াের ঝােলায় কোন্ পাহাড়ের গল্প আছে ?

উত্তর : গল্পবুড়াের ঝােলায় কড়ির পাহাড়ের গল্প আছে।

২.৩ ‘এই থলেতে বন্দিনি। থলেতে কে ‘বন্দিনি’ অবস্থায় আছে ? 

উত্তর : উদ্ধৃত অংশটি তে থলেতে বলিনি অবস্থায় আছে কেশবতী নন্দিনী।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬

৩.১ গল্পবুড়ে দিনের কোন সময়ে গল্প শােনাতে আসেন ? 

উত্তর : গল্পবুড়াে শীতের ভাের বেলা গল্প শােনাতে আসে। 

৩.২ গল্পবুড়াের মুখে ব্যথা হয়েছে কেন?

উত্তর : শীতে ভবে উত্তরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ার থুথুড়ে গল্পবুড়াে পথ ধবে তাড়াতাড়ি হেঁটে চলেছে আর ‘রূপকথা চাই, রূপকথা চাই’ বলে এমনই চ্যাঁচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা হয়েছে।

৩.৩ ‘বলব নাকো রূপকথা। —গল্পবুড়াে কাদের রূপকথা শােনাবে না ? 

উত্তর : শীতের সকালে কোন শিশু যদি গল্প বুড়াের কাছে গল্প শুনতে আসে তাহলে তাদেরকে সে শত্রু ভাবে এবং তাদেরকে গল্পবুড়াে গল্প শােনাবে না।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :.     ৩

গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলােচনা করাে।

উত্তর : শীতের ভােবে গল্পবুড়াে কাঁধে একটা ঝােলা নিয়ে পথ দিয়ে যেতে যেতে ডাক পেড়ে গল্প বলে ছােটদের ঘুম থেকে উঠাতে চাই। গল্প বুড়াের ঝােলায় পক্ষীরাজ, রাজপুত্তুর, যক্ষিরাজ যেমন আছে তেমন ঝলমলে সােনার কাঠি ময়নামতি নদী ,তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী, ইত্যাদি নিয়ে রূপকথার গল্প গল্পবুড়াের ঝােলায় বন্দি আছে।

Comments

Popular posts from this blog

WBBSE CLASS 9 1ST CHAPTER (জীবন ও তার বৈচিত্র)

অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায় পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Physical Excercise