ভৌত বিজ্ঞান

ভৌত বিজ্ঞান ২০২২











1. -273° উষ্ণতায় আদর্শ গ্যসের আয়তন কত ?

> 22.4 লিটার।

2. তড়িৎ বিভবের একক কী ?

>CGS একক esu , SI একক  Volt 

3. নীল  কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে কেমন দেখায় ?

> কালো

4. গাড়ির View Finder হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 

> অবতল দর্পণ ।
5. দীর্ঘ পযায় সারনীতে শ্রেণীর সংখ্যা কটি ?

> 8 টি ।

6. কোন যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় ?

> ভোল্টা মিটার।

7. রোধাঙ্কের SI একক কী ?

> ওহম- মিটার ।

8. SI পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত ?

>  8.3

9. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?

> আয়োনোস্ফিয়ারে ।

10. বায়োগ্যাসের প্রধান উপাদান কি ?

> মিথেন ।
11. রোধাঙ্কের অনোন্যক কে কি বলে ?

> পরিবাহিতাঙ্ক ।

12 . স্নেলের সূত্রের ধ্রুবকটির এর মান কত ?

> স্নেলের সূত্র অনুসারে ( sin i ) / (sin r) = μ
বা, sin i = μ sin r যেখানে μ একটি ধনাত্মক রাশি।
এখন আপাতন কোন i = 0° হলে, μ. sin r = 0
বা, sin r = 0 (যেহেতু μ ≠ 0)
অতএব, r = 0
অর্থাৎ, কোন মাধ্যম থেকে আগত আলোকরশ্মি দ্বিতীয় কোন মাধ্যমের তলের উপর লম্বভাবে আপতিত হলে ওই রশ্মি সোজাসুজিভাবে দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হবে।

13. একটি ওজন অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু থাকে  ?

> 3 টি

14. আধুনিক পর্যায় সূত্রটি লেখ ।

> বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় । 

15. তড়িৎ বিশ্লেষণ এর ব্যবহারিক প্রয়োগ লেখ।  

>নিকেলের প্রলেপ,  অ্যালুমিনিয়াম নিষ্কাশন , তামার বিশোধন ।

16. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম টি লেখ। 

> বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি তড়িদ্বাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে

17. গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং প্রধান অক্ষ কাকে বলে?

> বক্রতার কেন্দ্রঃ লেন্সের উভয় পৃষ্ঠ যে গোলকদ্বয়ের অংশ তাদের কেন্দ্রকে লেন্সের বক্রতার কেন্দ্র বলে।
প্রধান অক্ষঃ বক্রতার কেন্দ্রদ্বয়কে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ঐ লেন্সের প্রধান অক্ষ বলে। 

18. চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক গুলি কি কি ?

 বয়েল সূত্রের ধ্রুবক হল 1) তাপমাত্রা 2) গ্যাসের ভর অর্থাৎ, V ∝ 1/ T (যখন T এবং নির্দিষ্ট ভরের গ্যাস নেওয়া হয়)।

চার্লস সূত্রের ধ্রুবক হল ১) চাপ ২) নির্দিষ্ট ভরের গ্যাস অর্থাৎ V ∝ T (যখন P এবং গ্যাসের ভর স্থির)

19. প্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও ?

>বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য যে সমস্ত শক্তি উৎসের ব্যবহার এখনো পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত হয়নি, সেই সমস্ত শক্তির উৎসকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলা হয়। আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে।
১) সৌরশক্তি,
২) বায়ু শক্তি,
৩) জোয়ার ভাটা শক্তি,
৪) ভূতাপ শক্তি,
৫) সমুদ্র তরঙ্গ শক্তি,
৬) জৈব গ্যাস শক্তি ইত্যাদি

20. যন্ত্রের তড়িৎ ক্ষমতা কাকে বলে ?

>কার্য করবার হারকে ক্ষমতা বলে । তড়িৎ-ক্ষমতা বলতে তড়িৎপ্রবাহের কার্য করবার হার-কে বোঝায় । বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা ওয়াট [watt] নামক এককে প্রকাশ করা হয় । যে বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ডে [second] এক জুল [joule] কার্য করতে পারে, তার ক্ষমতাকে 1 ওয়াট [watt] বলা হয় । অর্থাৎ 1 ওয়াট [watt] = 1 জুল [joule] / সেকেন্ড ।

কিন্তু 1joule=1volt×1coulomb ∴1watt=1volt×1coulomb1second
কিন্তু 1coulomb1second=1Ampere ∴1watt=1volt×1Ampere
অর্থাৎ watt=volt×Ampere

21. উত্তল ও অবতল দর্পণের পার্থক্য লেখ
22. কোন মৌলের তড়িৎ  ঋণাত্মকতা বলতে কী বোঝো ?

> সমযোজী বন্ধন এর ইলেকট্রন যুগলকে কোন পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে উক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলা হয়।

23. আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখ।

> কোন মাধ্যম থেকে আগত আলোকরশ্মি দ্বিতীয় কোন মাধ্যমের তলের উপর লম্বভাবে আপতিত হলে ওই রশ্মি সোজাসুজিভাবে দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হবে।

24. গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ কাকে বলে ?
>
> ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য :- দর্পণের মেরু বা মধ্য বিন্দু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে ।
বক্রতা ব্যাসার্ধ :- গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকেই ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে ।

Comments

Popular posts from this blog

WBBSE CLASS 9 1ST CHAPTER (জীবন ও তার বৈচিত্র)

অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায় পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Physical Excercise