জীবন ও তার বৈচিত্র 1. চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্ শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য – A. রেপটিলিয়া B. অ্যাভিস C. ম্যামেলিয়া D. পিসিস Ans. B 2. কোন্ উদ্ভিদগোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে— A. শৈবাল বা অ্যালগি জাতীয় উদ্ভিদ B. টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ C. ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ D. জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ Ans. B 3. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? – A. ল্যামপ্রে B. হ্যাগফিশ C. A ও B উভয়ই D. কোনোটিই নয় Ans. C 4. ফ্লেমকোশের কাজ হল— A. রেচনে সাহায্য করা B. পরিপাকে সাহায্য করা C. সংবহনে সাহায্য করা D. শ্বসনে সাহায্য করা Ans. A 5. কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিলদেখা যায়? – A. আথ্রোপোডা বা সন্ধিপদী B. অ্যানিলিডা বা অঙ্গুরীমাল C. নিডেরিয়া D. টিনোফোরা Ans. A 6. হিমোসিল (রক্তপূর্ণ দেহগহ্বর) দেখা যায়— A. আথ্রোপোডা পর্বে B. পরিফেরা পর্বে C. প্লাটিহেলমিনথিস পর্বে D. নিডেরিয়া পর্বে Ans. A 7. প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে— A. হেমিকর্ডাটাতে B . কর্ডাটাতে C. ইউরোকর্ডাটাতে D. কোনোটিই নয় Ans. A 8. মানুষের ব...
বায়ুর চাপ ১. বায়ুর চাপ বলতে কী বোঝ? ২. বায়ুচাপ বলয় কাকে বলে? ৩. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান ও সৃষ্টির কারণ উল্লেখ করো? ৪. নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রাম কাকে বলে? ৫. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চলের অবস্থান ও সৃষ্টির কারণ উল্লেখ করো? ৬. অশ্ব অক্ষাংশ কাকে বলে? ৭ . মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অবস্থান ও সৃষ্টির কারণ উল্লেখ করো? ৮. সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়ের অবস্থান ও সৃষ্টির কারণ লেখ? ৯. বায়ুপ্রবাহ কাকে বলে? ১০. কোরিওলিস বল কাকে বলে ১১. ফেরেলের সূত্র কাকে বলে? ১২. বাইস ব্যালট সূত্র কী? ১৩. নিয়ত বায় কাকে বলে? ১৪. আয়ন বায়ু কাকে বলে? ১৫. আয়ন বায়ুর আরেক নাম কী? ১৬. কোন বায়ুর প্রভাবে মহাদেশ গুলির পশ্চিমদিকে মরুভূমির সৃষ্টি হয়েছে? ১৭. ক্রান্তীয় অঞ্চলে মহাদেশ গুলির পশ্চিম অংশে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? ১৮. ITCZ কী ? ১৯. পশ্চিমা বায়ু কাকে ববলে ২০. কোন বায়ুর প্রভাবে মহাদেশ গুলির পশ্চিম অংশে বৃষ্টিপাত হয়ে থাকে? ২১. মেরু বায়ু কাকে বলে? ২২ . কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশ গুলি বৃষ্টিপাত হয় না? ২৩. কোন ...
Importance of physical exercise Physical exercise is one kind of exercise by which we move the limbs of our body according to some rules. It is very important because we keep our body and mind fit and active by it. We need a sound health for a sound mind and physical exercise keeps role to keep our health sound. Physical exercise is useful in many ways and it enacts our body and strength our brain. But over physical exercise is very harmful and it becomes the cause of illness. So by taking regular exercise, we can be happy and healthy. OR
Comments
Post a Comment