পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি
পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি প্রিয় বন্ধু রাজু পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা । আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। তুই জানতে চেয়েছিস পুজো ছুটি আমার কেমন কাটলো পুজোর ছুটি দেখতে দেখতে কেটে গেল । পূজা মন্ডপ মন্ডপ গুলি সুন্দর সাজে সেজেছিল। চারিদিকে নতুন নতুন আলোকসজ্জা পূজা মন্ডপগুলি সজ্জিত ছিল। চোখ ফেরাতে মন হয় চাইছিল না । মাইকের গান আর লোকজনের ভিড়ে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছিলাম । দিদিকে সঙ্গে করে নিয়ে দুই দিন রাত্রে (অষ্টমী এবং নবমী) নবদ্বীপ গিয়েছিলাম ঠাকুর দেখতে । সেখানে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম । আলোকসজ্জা দেখলাম । তুই সঙ্গে থাকলে আরো ভালো লাগতো। বৃষ্টি না হলে খুব আনন্দ হতো। তবে খাওয়া-দাওয়া খুব ভালো হয়েছে । চাওমিন মোগলাই চিকেন পকোড়া গরম গরম পাপড় এগুলি বেশি পরিমাণ খাওয়া হয়েছে। বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম। ইতি ...