Science-class-7th-wbbse -- পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশন
সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ১. ল্যাথিরিজম কী? উঃ ল্যাথারাইজম একটি দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় রোগ। বিশেষ করে শরীরের কম্পন, পেশীবহুল দুর্বলতা, এবং নিম্নাঙ্গ এবং উভয় পদের অসাড়তা, দ্বারা এই রোগ চিহ্নিত করা হয়। এটা সাধারণত খেসারি বীজ অতিরিক্ত খাওয়ার ফলে হতে পারে। ২. এলার্জি বলতে কী বোঝ ? উঃ আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি ত্রুটি হল এলার্জি, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থাটি অতি সক্রিয় হয়ে ওঠে। বহিরাগত কোন বস্তুর বিরুদ্ধে দেহের প্রতিরক্ষামূলক ব্যবস্থার একটি প্রতিক্রিয়া হল এলার্জি। ৩. ORS এর পুরো নাম কি ? উঃ Oral Rehydration Solution . ৪. একটি ভেজাল রাসায়নিকের নাম লেখ উঃ ইউরিয়া-হাইড্রোজন । ৫. ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কোন পরিবারের অন্তর্গত? উঃ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অর্থোমিক্সোভিরিডি (Orthomyxoviridae) পরিবারের একটি ভাইরাস, যা ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য দায়ী। ৬. পাস্তুরাইজেশন তাপমাত্রা কি? উঃ দুধ ও অন্যান্য তরল বিশুদ্ধিকরণর একটি পদ্ধতি। ফরাসি অণুজীববিজ্ঞানী লুই পাস্তুর এই বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন। পাস্তুরায়নে তাপমাত্রা ৬০° থেকে ৬৩° সেলসিয়াসে ৩০ মিনিট রেখে ...