সপ্তম শ্রেণী
আলো সাজেশন ১. বিস্তৃত আলোক উৎস কাকে বলে উদাহরণ দাও। উত্তর: বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎস কে বিস্তৃত আলোক উৎস বলে। যেমন: টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। ২. স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও উত্তর: যে বস্তু বা মাধ্যমের মধ্য দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে, স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। যেমন: বায়ু, স্বচ্ছ কাঁচ ইত্যাদি। ৩. অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও। উত্তর: যেসব বস্তুর মধ্য দিয়ে আলোর একেবারেই চলাচল করতে পারে না, তাদের অস্বচ্ছ বস্তুর বা অস্বচ্ছ মাধ্যম বলে। যেমন: কাঠ দেওয়াল লোহা ইত্যাদি। ৪. ঈসৎ স্বচ্ছ বস্তু বা ঈসৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারেনা, সেই সমস্ত বস্তু বা মাধ্যমকে ঈসৎ স্বচ্ছ বস্তু বা ঈসৎ স্বচ্ছ মাধ্যম বলে। ৫. প্রচ্ছায়া কাকে বলে? উত্তর: আলোক উৎসের সামনে কোন অস্বচ্ছ বস্তুর রাখলে পর্দায় যে গারো অন্ধকার সৃষ্টি হয়, ছায়া বা প্রচ্ছায়া বলে। ৬. উপচ্ছায়া কাকে বলে? উত্তর: প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে। ৭. আলো...