অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায় পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
বায়ুর চাপ ১. বায়ুর চাপ বলতে কী বোঝ? ২. বায়ুচাপ বলয় কাকে বলে? ৩. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান ও সৃষ্টির কারণ উল্লেখ করো? ৪. নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রাম কাকে বলে? ৫. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চলের অবস্থান ও সৃষ্টির কারণ উল্লেখ করো? ৬. অশ্ব অক্ষাংশ কাকে বলে? ৭ . মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অবস্থান ও সৃষ্টির কারণ উল্লেখ করো? ৮. সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়ের অবস্থান ও সৃষ্টির কারণ লেখ? ৯. বায়ুপ্রবাহ কাকে বলে? ১০. কোরিওলিস বল কাকে বলে ১১. ফেরেলের সূত্র কাকে বলে? ১২. বাইস ব্যালট সূত্র কী? ১৩. নিয়ত বায় কাকে বলে? ১৪. আয়ন বায়ু কাকে বলে? ১৫. আয়ন বায়ুর আরেক নাম কী? ১৬. কোন বায়ুর প্রভাবে মহাদেশ গুলির পশ্চিমদিকে মরুভূমির সৃষ্টি হয়েছে? ১৭. ক্রান্তীয় অঞ্চলে মহাদেশ গুলির পশ্চিম অংশে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? ১৮. ITCZ কী ? ১৯. পশ্চিমা বায়ু কাকে ববলে ২০. কোন বায়ুর প্রভাবে মহাদেশ গুলির পশ্চিম অংশে বৃষ্টিপাত হয়ে থাকে? ২১. মেরু বায়ু কাকে বলে? ২২ . কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশ গুলি বৃষ্টিপাত হয় না? ২৩. কোন ...